অধ্যক্ষ নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নীলিমা জ্যাকব কলেজে স্মরণ সভা

0
8

নিজস্ব প্রতিবেদক
আলোকিত মানুষ,বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক জাতীয় সংসদ সদস্য, চরফ্যাসন সরকারি কলেজর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম এর ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নীলিমা জ্যাকব কলেজে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় স্থানীয় চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র’র সভাপতিত্বে সভায় নজরুল ইসলাম এর স্মৃতিচারণ করেন জেলা পরিষদের সদস্য শাহাবুদ্দিন মাস্টার, নীলকমল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, আহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, প্রভাষক নূর হোসেন, প্রভাষক গোলাম ফারুক ও মো: ইউসুফ আলী।

অনুষ্ঠানে দুলারহাট ঈদগাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আজিজুর রহমান অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম এর রুহের মাগফেরাত ও তার পরিবারের সদস্যদের সুখ ও সমৃদ্ধির জন্যে দোয়া পরিচালনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here