ক্রীড়া প্রতিবেদক
চলমান ‘টোকিও অলিম্পিক-২০২০’ এর দ্বিতীয় দিনেই বিরল এক ঘটনার সাক্ষী হলো বিশ্ব। জুডোর ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন জাপানের দুই ভাইবোন। আধুনিক অলিম্পিকের ১২৫ বছরের ইতিহাসে এমন কিছু এই প্রথম ঘটলো। রয়টার্স।
রবিবার (২৫ জুলাই) একই দিনে স্বর্ণপদক জিতেছেন জাপানের দুই সহোদর উতা আবে ও হিফুমি আবে। অলিম্পিকের ইতিহাসে এমন বিরল ঘটনা আর ঘটেনি।
অবশ্য তিন বছর আগেই প্রায় একই স্বাদ পেয়েছিলেন তারা। বাকুতে বিশ্বে চ্যাম্পিয়নশিপে একই দিনে জুডোর দুটি ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন এই সহোদর। মাত্র ১৮ বছর ২ মাস বয়সে এই কীর্তি গড়েন উতা। এর ঘণ্টাখানেক পরেই স্বর্ণ জিতেন তার ভাই হিফুমি।
রবিবার টোকিং অলিম্পিকেও সেই কীর্তি হয়ে গেলো। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক পান উতা। এক ঘণ্টা পরই ছেলেদের ৬৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেন হিফুমি।