আওয়ামী লীগের পদ হারাচ্ছেন হেলেনা জাহাঙ্গীর

0
2

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ হারাচ্ছেন হেলেনা জাহাঙ্গীর। শনিবার (২৪ জুলাই) আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বারবার শৃঙ্খলা ভঙ্গ করায় হেলেনা জাহাঙ্গীরের সদস্য পদ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে দফতর সম্পাদককে চিঠি প্রস্তুত করতে বলা হয়েছে।

আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি বলেন, হেলেনা জাহাঙ্গীরের কর্মকাণ্ডে উপ-কমিটি বিব্রত। তাই তাকে সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠনের পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পোস্টারে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হেলেনা জাহাঙ্গীর আর সাধারণ সম্পাদক মাহবুব মনিরের নাম উল্লেখ করা হয়। বিষয়টি আওয়ামী লীগের হাইকমান্ডেরও চোখে পড়ে। তারা আওয়ামী চাকরিজীবী লীগ নামে সংগঠনের বৈধতা নেই বলে জানিয়ে দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here