লালমোহন (ভোলা) সংবাদদাতা
লালমোহন উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ কর্মী ফকরুল আলম ফয়সালকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ফখরুলের স্বজনরা জানান, ফকরুল আলম ফয়সাল ছাত্রলীগ নেতা, বিবিএস ও নাহী গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের সমর্থক ও বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত।
লালমোহন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের দাবি, ফকরুল আলম ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত। ২০০১ সালে তার ওপর নির্মম অত্যাচার হয়েছে। তিনি ২০০১-২০০৮ সাল পর্যন্ত বিএনপির দেয়া রাজনৈতিক মিথ্যা মামলায় কয়েক বার জেল খেটেছেন।
আওয়ামী লীগ নেতৃবৃন্দ অভিযোগ করে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসন (লালমোহন-তজুমদ্দিন) থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের সক্রিয় সমর্থক হওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।
এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেছেন।
এই বিষয় জানতে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।