নিজস্ব প্রতিবেদক
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, আওয়ামী লীগ সবসময় অসহায় মানুষের পাশে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের জন্য খাদ্য ও নগদ অর্থ সহায়তার পাশাপাশি সারাদেশে ঈদ উপলক্ষে বিশেষ বরাদ্দ দিয়ে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
১৮ এপ্রিল সোমবার চরফ্যাশনে অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ-অসহায় মহিলাদের মাঝে শাড়ী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানবতা ও বাংলাদেশের উন্নয়ন বিশ্বে অনুকরনীয় দৃষ্টান্ত। বাংলাদেশ আওয়ামী লীগ মানবকল্যাণে কাজ
করছে এবং সবসময় মানবতার পাশেই থাকে।
উল্লেখ্য, পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে গত তিন দিন যাবৎ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি তার পক্ষ থেকে চরফ্যাশন উপজেলার ২১ টি ইউনিয়নের গরীব, দুস্থ ও অসহায় মানুষের ধারাবাহিকভাবে শাড়ী, নগদ অর্থ ও কৃষি উপকরণ বিতরণ করে আসছেন।
বিকেলে চরফ্যাশন ডাকবাংলোর নতুন ভবনে উপজেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদেন।