আজই সভাপতি নির্বাচন বিসিবি’র

0
3

নিজস্ব সংবাদদাতা
৪ বছর পর হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। সদ্য সাবেক হয়ে পড়া কমিটির সভাপতি নাজমুল হাসান পাপনসহ পুরনো কমিটির ১৯ জনই নির্বাচিত ও মনোনীত (দুজন সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদের কোটায়) হয়েছেন ২৫ জনের পর্ষদে।

৬ অক্টোবর উৎসবমুখর পরিবেশেই হয়েছে নতুন পরিচালক পর্ষদ নির্বাচন। সারাদিন শেরে বাংলা স্টেডিয়াম ও তার চারপাশ গরম ছিল প্রার্থীদের ভক্ত-সমর্থকদের হৈ চৈ, জয়োধ্বনিতে। সন্ধ্যায় প্রাথমিক ফল ঘোষণার পরপরই যা রূপান্তরিত হয় বিজয় উল্লাসে।

এদিকে বোর্ড পরিচালক পর্ষদ নির্বাচন শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি।

জানা গেছে, আজ দুপুরের আগে আনুষ্ঠানিক ফল ঘোষণার পরপরই হচ্ছে নতুন সভাপতি নির্বাচন। নবনির্বাচিত পরিচালকরা বেছে নেবেন বিসিবির নতুন অভিভাবক।

সেটা যে নাজমুল হাসান পাপনই, তাতে কোনো সন্দেহ নেই। বেশ কজন পরিচালকের সাথে কথা বলে জানা গেছে বিসিবি প্রধান হিসেবে তাদের প্রথম পছন্দ পাপন। তার নেতৃত্বর প্রতি আস্থা আছে সবার।

এদিকে আজ নতুন সভাপতি মনোনয়নের পর তাৎক্ষণিকভাবে নিজেদের মধ্যে একটা পরিচিতি সভা করেই বোর্ড পরিচালকরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে ধানমন্ডি ৩২ নম্বরে যাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here