উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে আজ , কাল ঢাকায়

0
18

নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনসহ দেশের বেশির ভাগ এলাকার আকাশে মেঘ জড়ো হয়েছে। দেশের উপকূলীয় জেলাগুলোতে মেঘের পরিমাণ আরও বেশি। মেঘের এই বিস্তার শীতের ঠান্ডা বাতাসকে আটকে দিচ্ছে। ফলে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা বেড়েছে। কমেছে শীতের অনুভূতি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ বুধবারের মধ্যে দেশের বেশির ভাগ এলাকার আকাশে মেঘ আর দৃষ্টিসীমাজুড়ে কুয়াশা বাড়তে পারে। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু–একটি স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার এসব এলাকা থেকেও শৈত্যপ্রবাহ সরে যেতে পারে। চরফ্যাশনসহ দেশের দক্ষিণাঞ্চলের বেশির ভাগ এলাকায় দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। অন্যান্য স্থানে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী দুই দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আগামী কাল বৃহস্পতিবার রাজধানীসহ দেশের আরও কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাত খুব অল্প সময়ের জন্য সামান্য পরিমাণে হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here