নিজস্ব প্রতিবেদক
আজ সোমবার থেকে গণপরিবহন, শপিংমল, মার্কেট বন্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রবিবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয় সোমবার সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত এসব বিধিনিষেধ জারি থাকবে।
করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ রোধে আগামী ১ জুলাই থেকে সারাদেশে এক সপ্তাহের ‘সর্বাত্মক লকডাউনের’ সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর সোমবার থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হবে। এ সময় থেকে গণপরিবহন বন্ধ থাকলেও সীমিত পরিসরে কিছু প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত হয়।
শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে সোমবার (২৮ জুন) থেকে কঠোর লকডাউন দেওয়া হতে পারে বলে শুক্রবার রাতে জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নজরদারি করবে। সরকারি-বেসরকারি অফিসে প্রয়োজনীয় কর্মর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে নিজস্ব পরিবহনের ব্যবস্থা করতে হবে।
এ ছাড়া সব শপিংমল, মার্কেট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। খাবার হোটেলগুলো সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শুধু খাবার বিক্রি করতে পারবে