২২ দিন পর শুরু হলো ইলিশ শিকার

0
8

নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর। উপকূলের জেলে পরিবার, ইলিশ ব্যবসায়ী ও ইলিশ প্রেমীদের জন্যে ২২ দিন প্রতিক্ষার পর সোমবার রাত ১২ টা একটি মাহেন্দ্রক্ষণ।
কারন ওই সময় থেকেই শুরু হলো ইলিশ ধরা।

গত ৪ অক্টোবর থেকে সরকারী নিষেধাজ্ঞার করনে বন্ধ হয়ে যায় ইলিশ শিকার। ইলিশ ধরার ওপর ওই নিষেধাজ্ঞা শেষ সোমবার মধ্যেরাতে। এ উপলক্ষে পুনরায় নদীতে নামার প্রস্তুতি নেয় জেলেরা।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২দিন ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার।
সোমবার দিবাগত রাত ১২ টা ১ মিনিট থেকে পুনরায় ইলিশ মাছ ধরা শুরু হয়।

ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ২২ দিন ধরে ইলিশ আহরন, বিপন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ ছিল।

জেলেরা এরই মধ্যে নদীতে নামার প্রস্তুতি সেরেছেন। সরব হয়ে উঠেছে চরফ্যাশন ও মনপুরা উপজেলার জেলে পল্লী, বরফকলগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here