আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, স্মৃতিসৌধে জনতার ঢল

0
16

নিজস্ব প্রতিবেদক

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙ্গালীর বিজয়ের দুদিন আগে, এদেমের সর্যসন্তানদের হত্যা করে পাকিস্তানের বর্বর হানাদার বাহিনী।
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোর থেকেই জনতার ঢল দেখা গেছে মিরপুরে। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভিড় করেছেন শহীদের শ্রদ্ধা জানাতে।

মঙ্গলবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

এ সময় দেখা যায়, সকাল থেকে একে একে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে সারিবদ্ধভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here