আন্তর্জাতিক ডেস্ক
শরীর, মন এবং আত্মাকে পরিশুদ্ধ করতে গোবর খাওয়ার বিকল্প নাই বলে দাবি করেছেন ভারতের হরিয়ানা রাজ্যের চিকিৎসক মনোজ মিত্তাল।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, স্থানীয় এক গোয়ালে দাঁড়িয়ে গোমূত্র ও গোবরের উপকারিতা নিয়ে সোচ্চার হন ওই চিকিৎসক। একপর্যায়ে মাটিতে পড়ে থাকা গোবর তুলে তিনি খেয়ে নেন এবং জানান তার মা প্রতিদিন সকালে গোবর খেয়ে নিজের উপবাস ভঙ্গ করতেন।
মনোজ মিত্তালের মতে গোবর মানুষের শরীর, মন এবং আত্মাকে পরিশুদ্ধ করে। এছাড়াও মহিলাদের গর্ভাবস্থায় যদি গোবর খাওয়ানো হয় তবে তাদের সন্তান প্রসবের প্রক্রিয়াটি সাধারণভাবেই হবে। কখনোই প্রসবের জন্য শল্যচিকিৎসার প্রয়োজনীয়তা নেই।
সম্প্রতি গোমূত্র ও গোবর নিয়ে মন্তব্য করেছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেছিলেন, গোমূত্র ও গোবর অর্থনীতিকে শক্তিশালী করে তুলতে পারে। এদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমার বিশ্বাস একদিন আমরা এই উদ্যোগকে সফলভাবে বাস্তবায়িত করতে পারবো।