আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হচ্ছে রাশিয়া ও বেলারুশ

0
3

ক্রীড়া প্রতিবেদক
ইউক্রেনে সামরিক অভিযানের শাস্তি হিসাবে রাশিয়া এবং বেলারুশকে সমস্ত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি।

সোমবার আইওসির পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। আলজাজিরা।

খেলাধুলার বিষয়ক সমস্ত ফেডারেশনের কাছে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের নিষিদ্ধ করার জন্য আইওসি আহ্বান করেছে।

আইওসি বিবৃতিতে বলেছে, যেসব ক্ষেত্রে ওই দুই দেশের খেলোয়ারদের অংশগ্রহণ কোনোভাবেই বন্ধ করা সম্ভব হবে না, সেখানে তারা যেন অন্তত রাশিয়া বা বেলারুশের নামে অংশ না নিতে পারেন তা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে বলা হয়, ‘কোনো জাতীয় প্রতীক, রং, পতাকা বা জাতীয় সঙ্গীত প্রদর্শন করা যাবে না।’

ইউক্রেনের রাশিয়ার হামলার জেরে দেশটির ওপর যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থা নিষেধাজ্ঞা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here