আবারও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক চরফ্যাশনের মেজবাহ উদ্দিন

0
27

নিজস্ব প্রতিবেদক
আবারও অফিসার্স ক্লাবের ঢাকার সাধারণ সম্পাদক মনোনীত হলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন। অফিসার্স ক্লাব ঢাকার ৫২তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য মেজবাহ উদ্দিনকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

২০২০ সালে নির্বাচনের মাধ্যমে এ দায়িত্ব গ্রহণের পর মেজবাহ উদ্দিন সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ফলশ্রুতিতে করোনাকালে নির্বাচন এড়িয়ে, মন্ত্রী পরিষদ সচিবের সভাপতিত্বে আজ শুক্রবার অফিসার্স ক্লাবের ৫২তম সাধারণ সভায় তাকে দায়িত্বের জন্য পুনর্বিবেচিত করা হয়।

গঠনতন্ত্র অনুযায়ী, সাধারণ সম্পাদক ক্লাবের প্রশাসনিক প্রধান। সরকারের মন্ত্রিপরিষদ সচিব পদাধিকার বলে অফিসার্স ক্লাবের সভাপতি। বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে রয়েছেন খন্দকার আনোয়ারুল ইসলাম। ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পেশাগত পরিচয়ের বাইরে একজন সমাজসেবক হিসেবে আরো আগেই সুনাম কুড়িয়েছেন।

করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় ‘কোভিড-১৯ হিরো গোল্ড অ্যাওয়ার্ড’ শীর্ষক সম্মাননায় ভূষিত হন তিনি। শুধু তাই নয়, অফিসার্স ক্লাব ঢাকার অসহায় দুস্থ কর্মচারীদের সহায়তার জন্য একটি বিশেষ কল্যাণ তহবিল গঠন করেছেন মেজবাহ উদ্দিন। এর বাইরে সাধারণ মানুষের জন্যও কাজ করে যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, জনহিতকর কাজ ও সবার সঙ্গে মিশে যাওয়ার অদ্ভূত ক্ষমতার কারণে মেজবাহ উদ্দিন সবার কাছেই তুমুল জনপ্রিয়। তিনি ২০২০ সালের জানুয়ারির শেষ দিকে সরকারি কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ সংগঠন অফিসার্স ক্লাব ঢাকার নির্বাচনে বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

পুনরায় অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মেজবাহ উদ্দিন ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাদের কল্যাণে কাজ করে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।

উল্লেখ্য, মেজবাহ উদ্দিন চরফ্যাশন উপজেলা তথা ভোলা জেলার কৃতি সন্তান। তার বর্তমান গ্রামের বাড়ি চরফ্যাশন উপজেলার জিন্নগড় ইউনিয়নের দাশকান্দি গ্রামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here