আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে হামলায় বিশেষ ধরনের অস্ত্র ব্যবহার করল রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ইভানো-ফ্রানকিভস্ক অঞ্চলে একটি অস্ত্র সংরক্ষণাগারে তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এএফপি, রয়টার্স।
রাশিয়ার আধুনিক অস্ত্রগুলোর মধ্যে অন্যতম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এর নাম কিনঝাল। এ ক্ষেপণাস্ত্র দিয়েই ইউক্রেনে হামলা চালানো হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর এই প্রথম কিনঝাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করল রাশিয়া। এ ছাড়া এর আগে কোনো যুদ্ধে এ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেনি দেশটি। বলা হচ্ছে, কোনো যুদ্ধে বিশ্বে এই প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো।
কিনঝাল ক্ষেপণাস্ত্রটি ২০১৮ সালে জনসমক্ষে আনে রাশিয়া। বিবিসির তথ্য অনুসারে, কিনঝালের গতি শব্দের গতির চেয়ে ৫ গুণ বেশি। তবে এএফপি জানিয়েছে, এর গতি শব্দের গতির চেয়ে ১০ গুণ বেশি। বাতাসে শব্দের বেগ প্রতি সেকেন্ডে ৩৪৩ মিটার। এ তথ্য বিবেচনায় নিলে ক্ষেপণাস্ত্রটি সেকেন্ডে ৩ দশমিক ৪৩ কিলোমিটার যেতে পারে।
কিনঝাল পারমাণবিক বোমা বহন করতে পারে। দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এ অস্ত্র দিক পরিবর্তন করতে পারে। ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে যে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করা হয়, তা-ও ফাঁকি দিতে পারে।