ক্রীড়া প্রতিবেদক
টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে ফুটবলের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছিল ইতালি। অবশেষে তাদের জয়যাত্রা থামলো। উয়েফা নেশন’স লিগের সেমিফাইনালে ইউরো চ্যাম্পিয়নসদের ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলো তারুণ্য নির্ভর স্পেন।
বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাতে ইতালির মিলানের সান সিরো স্টেডিয়ামে মুখোমুখি হয় গত ইউরোর এই দুই সেমিফাইনালিস্ট। সেবার টাইব্রেকারে স্পেনকে হারিয়েছিল ইতালি। এবার সেটিরই যেন প্রতিশোধ নিলো লুইস এনরিকের শীষ্যরা। পুরো ম্যাচে একক আধিপত্য দেখিয়ে জয় তুলে নিয়েছে তারা।
ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে বেলজিয়াম অথবা ফ্রান্সের মধ্যে যে কোনো একটি দল।