ইরাবের নতুন সভাপতি জসিম, সাধারণ সম্পাদক ফারুক

0
2

নিজস্ব প্রতিবেদক
এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মীর মোহাম্মদ জসিমকে সভাপতি এবং দৈনিক ইনকিলাবের ফারুক হোসাইনকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হোটেলে ৩ নির্বাচন কমিশনার সমকালের সাব্বির নেওয়াজ, ইত্তেফাকের নিজামুল হক এবং দেশ রুপান্তরের শরিফুল আলম সুমন এ কমিটি ঘোষণা করেন। কমিটির সদস্যরা আগামী ১ বছর দায়িত্ব পালন করবেন।

২০২২-২৩ সেশনে ইরাবের ৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক আমাদের সময়ের এম এইচ রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক দ্য বিজনেস পোস্টের সোলাইমান সালমান, কোষাধ্যক্ষ দৈনিক বার্তার সাইফ সুজন, সাংগঠনিক সম্পাদক দৈনিক মানবজমিনের পিয়াস সরকার এবং দপ্তর ও প্রচার সম্পাদক বাংলাদেশ জার্নালের আসিফ কাজল। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন যায়যায়দিনের আমানুর রহমান এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সেলিনা শিউলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here