উহানের সকল বাসিন্দার করোনা পরীক্ষা হবে

0
1

আন্তর্জাতিক ডেস্ক
চীনের উহান শহরের সকল বাসিন্দার করোনা পরীক্ষা করানো হবে। মঙ্গলবার (৩ আগস্ট) উহান শহরের স্থানীয় সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

উহানের সিনিয়র কর্মকর্তা লি তাও এক প্রেস কনফারেন্সে বলেছেন, শহরটির এক কোটি ১০ লাখ লোকের সকলের দ্রুতই করোনা পরীক্ষা করানো হবে। এ ঘোষণার একদিন আগে এখানে সাত জনের শরীরে করোনা শনাক্ত হয়।

উচ্চ সংক্রামক ডেল্টা ভেরিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় চীন ও অস্ট্রেলিয়ায় করোনা বিধি-নিষেধে আরো কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভাইরাস আরো প্রাণঘাতী এবং মহামারি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে দ্রুত এর মিউটেশন প্রতিরোধে বিশ্বের প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহবানের পর এই পদক্ষেপ নেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here