বোরহানউদ্দিন সংবাদদাতা
বোরহানউদ্দিনে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন জান্নাত বেগম (২০) নামে এক প্রসূতি। জন্ম নেয়া শিশু তিনটিই ছেলে। তাদের দু’জন সুস্থ রয়েছে, একজন সামান্য অসুস্থ।
গত শুক্রবার বিকেলে ভোলার ফাতেমা মেমোরিয়াল হাসপাতালে ওই তিন শিশুর জন্ম দেন জান্নাত বেগম। তিনি বোরহানউদ্দিন উপজেলা মনিরাম গ্রামের বাসিন্দা।
জানা যায়, ৮ বছর আগে নূর মাহামুদের সঙ্গে জান্নাত বেগমের বিয়ে হয়। নূর মাহামুদ ও জান্নাত বেগম দম্পতির ৭ বছর বয়সের একটি মেয়ে ও ৪ বছর বয়সের একটি ছেলে সন্তান আছে।
শুক্রবার তাদের ঘর আলো করে একসঙ্গে এলো আরও তিন সন্তান। বিয়ের আগে গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি সূত্রে প্রেম হয় জান্নাত ও নূরের। পরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।