আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান

0
4

আন্তর্জাতিক ডেস্ক
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ‘এ্যাক্টিং’ (তত্ত্বাবধায়ক) সরকারের সদস্যদের নাম ঘোষণা করেছেন। এসময় তিনি বলেন, এর নেতৃত্বে থাকবেন মোহাম্মদ হাসান এবং সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা আবদুল গনি বারাদার হবেন উপ-আফগান নেতা।

এর আগে গত মাসে ক্ষমতায় তালেবানরা ক্ষমতায় আসার পরপরই তারা বলেছিল যে আগস্টের শেষের দিকেই তারা একটি সরকার ঘোষণা করবেন।

তালেবানের জ্যেষ্ঠ নেতা শেখ হাইবাতুল্লাহ আখুন্দজাদাকে আফগানিস্তানের নতুন রাষ্ট্রপ্রধান এবং মোল্লা বারাদার আখুন্দ ও মোল্লা আব্দুস সালামকে তার ডেপুটি করার প্রস্তাব দেন।

তালেবান বলেছে, একইভাবে হাক্কানি নেটওয়ার্কের প্রবীণ আরেকজন নেতা সিরাজউদ্দিন হাক্কানিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রস্তাব করা হয়েছে।

তিনি পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর গভর্নর মনোনয়ন দেয়ার কর্তৃত্বও পেয়েছেন; যেখান থেকে হাক্কানি নেটওয়ার্কের উত্থান ঘটেছিল। এসব প্রদেশের মধ্যে আছে, পাকতিয়া, পাকতিকা, খোস্ত, গার্দেজ, নানগরহার এবং কুনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here