এবারও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা

0
4

নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে এবার হজে সীমাবদ্ধতা আরোপ করেছে সৌদি আরব। এবার শুধু সৌদি নাগরিক ও সৌদিতে থাকা মোট ৬০ হাজার ধর্মপ্রাণ মুসলমানকে নিয়ে হজ অনুষ্ঠিত হবে। শনিবার সৌদি হজ এবং স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন।

এই ঘোষণার ফলে এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে অংশ না নিতে পারার বিষয়টি নিশ্চিত হলো। ফলে বাংলাদেশ থেকেও এবার হজে যেতে পারবেন না কেউ।

এ বিষয়ে শনিবার বাংলাদেশ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে‌ বলা হয়েছে, ‘সৌদি আরব সরকার জানিয়েছে, কোভিড-১৯ করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছরও সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে হজযাত্রীরা হজের সুযোগ পাবেন না।

সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে সীমিত আকারে হজ পালিত হবে।’
এর আগের বছরও করোনাভাইরাসের কারণে বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here