এবারের ইত্যাদি নির্মিত সোনারগাঁওয়ে, সম্প্রচার শুক্রবার

0
19

বিনোদন প্রতিবেদক
দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। কয়েক দশক ধরে এখনো জনপ্রিয়তার সঙ্গে এই অনুষ্ঠান প্রচার হয়ে আসছে। ইত্যাদির প্রতি পর্বেই থাকে নানা আকর্ষণ। তবে মূল আকর্ষণ থাকে এর চিত্রায়নের স্থান। কেননা অনেক বছর ধরেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানে ইত্যাদি ধারণ করা হচ্ছে। এবারের ইত্যাদির পর্ব ধারণ করা হয়েছে প্রাচ্যের ড্যান্ডি হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক উপজেলা সোনারগাঁওয়ে।

এই পর্বটি আগামী ২৯ অক্টোবর শুক্রবার-রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে।

গত ১৪ অক্টোবর বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে অবস্থিত মোগল শাসক ঈশা খাঁ’র স্মৃতি বিজড়িত বড়সর্দারবাড়ির সামনে স্বাস্থ্যবিধি মেনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সেই বিখ্যাত ‘সংগ্রাম’ তৈলচিত্রের আদলে তৈরি ভাস্কর্যকে ঘিরে বসা সীমিত সংখ্যক দর্শক নিয়ে সুশৃঙ্খলভাবে ধারণ করা হয় এবারের ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here