১৩,৭৬৮ রেকর্ড করোনা শনাক্ত, মৃত্যু ২২০

0
6

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে দেশে একদিনে রেকর্ড ১৩৭৬৮ জন শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২২০ জনের। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪০৬৭ নমুনা পরীক্ষায় ১৩৭৬৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়। এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল ১১ হাজার ৮৭৪।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭। মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৬৩৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here