করোনায় আরও প্রায় সাড়ে ১১ হাজার মানুষের মৃত্যু

0
6

আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এই ভাইরাসের লাগমহীন ছোবলে প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে।
বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও সাড়ে ১১ হাজার মানুষ। এ নিয়ে মোট প্রাণহানি ৩৫ লাখের বেশী।

এই সময়ে টানা তৃতীয় দিনের মতো দু’হাজারেরে বেশী মানুষ মারা গেছে ব্রাজিলে। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ৪ লাখ ৫৫ হাজারের কাছাকাছি। যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবারও ৬২০ জনের মৃত্যু হয় করোনায়। আর্জেন্টিনা ও কলম্বিয়ায় এখনও সাড়ে ৫শ’র মতো দৈনিক প্রাণহানি ঘটে। লাতিন দেশগুলোয় বাড়ছে করোনার বিস্তারও। বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সাড়ে ৫ লাখ মানুষের শরীরে মিলল করোনাভাইরাস। মোট শনাক্ত ১৭ কোটি ছুঁইছুঁই। ভারতে বৃহস্পতিবার মারা গেছে ৩৫৫৮ জন। এই দিনে ভারতে আক্রান্ত হয়েছে ১,৭৯,৭৭০ জন। বাংলাদেশে বৃহস্পতিবার মারা গেছে ২২ জনজন আনক্রান্ত হয়েছে ১,২৯২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here