আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাসের ধরন বা ভেরিয়েন্টগুলোর নামকরণ করার উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর জন্য ব্যবহার করা হবে গ্রিক অক্ষর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ভারতসহ বিভিন্ন দেশে যে ভেরিয়েন্টগুলো পাওয়া গেছে, সেগুলোর জন্য এখন থেকে গ্রিক অক্ষর ব্যবহার করবে ডব্লিউএইচও। বিবিসি।
খবরে বলা হয়, ডব্লিউএইচও যুক্তরাজ্যের ভেরিয়েন্টের নাম দিয়েছে আলফা। একইভাবে সংস্থাটি দক্ষিণ আফ্রিকা ও ভারতের ভেরিয়েন্টের নাম দিয়েছে বিটা ও ডেলটা। নাম নিয়ে যে ধরনের বিতর্ক দেখা দিয়েছে, তা এড়াতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
ভারত সরকার দেশটিতে পাওয়া ধরনটির নাম দিয়েছিল বি.১.৬১৭.২। গত অক্টোবরে এটি পাওয়া যায়। কিন্তু এ ধরনকে ‘ভারতীয় ধরন’ হিসেবে উল্লেখ করা হচ্ছিল। যদিও ‘ভারতীয় ভেরিয়েন্ট’—এই শব্দবন্ধ ডব্লিউএইচও কখনো ব্যবহার করেনি।