করোনায় দেবের সব রাজনৈতিক সভা বাতিল

0
4

আন্তর্জাতিক ডেস্ক
করোনার সংক্রমণ বাড়তেই রাজনৈতিক প্রচার নিয়ে ভ্রুকুটি অভিনেতা দেবের। এ বার নিজের সব রাজনৈতিক সভা বাতিল করার ঘোষণা করলেন তিনি। একই সঙ্গে নেটমাধ্যমে লিখলেন, ‘রাজনৈতিক নেতা না হলে মাস্ক না পরে বাড়ির বাইরে বের হবেন না। তার কারণ আপনারা জানেন’। তাঁর বার্তা, এ বারে প্রকৃত অর্থে ‘আত্মনির্ভর হওয়ার সময় এসেছে। পাশে বন্ধনীতে লেখা, ‘খোঁচা দিইনি। এটাই রূঢ় বাস্তব। নিজের জীবন নিজে বাঁচান’।
বাংলার নির্বাচনে নেতামন্ত্রীদের অসতর্কতা দেখে এমনিতেই ক্ষুব্ধ তৃণমূল এর এই সাংসদ। সে কথা প্রকাশ করেছেন আগেই। পয়লা বৈশাখে তিনি ‘গৈালন্দাজ’ ছবির প্রচারে বেরিয়ে এ কথা বলেন সংবাদমাধ্যমকে। নিজে এক বারের জন্যেও মুখ থেকে মাস্ক খোলেননি, তার প্রমাণ নেটমাধ্যমেই। মাস্ক ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ তো অনেকেই দিয়েছেন। এক জন রাজনৈতিক নেতা হয়ে প্রচার ও সভা-সমিতি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করছেন দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here