ক্রীড়া প্রতিবেদক
টিকা না নিলে মিলবে না খেলার ছাড়পত্র। বেশ কয়েকটি দেশের ক্রীড়াঙ্গনই এমন আইন নতুন করে যুক্ত করেছে। যার ফলে চলতি ফিফা উইন্ডোতে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। ভুল শুধরে এবার ফুটবলারদের টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে বাফুফে।
গতকাল (১ ফেব্রুয়ারি) করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ জন নারী ফুটবলার। এর মধ্যে ৪৭ জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ও ১১ জন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় থেকে টিকা গ্রহন করেছেন।

























