‘কাঁদার গন্ধ শুকে’ ক্ষমা চাইলেন জার্মান সাংবাদিক

0
1

আন্তর্জাতিক ডেস্ক
গত সপ্তাহে জার্মানিতে বন্যাকবলিত একটি গ্রামে রিপোর্টিংয়ের সময় পোশাকে লাগা কাদার গন্ধ শুঁকার সময় ভিডিওতে ধরা পড়ার পর ক্ষমা চেয়েছেন সাংবাদিক সুসানা ওহেলান (৩৯)।

সম্প্রচারমাধ্যম আরটিএল জানিয়েছে, ভিডিওটি ভাইরাল হয়ে পড়ার পর নিয়ম ভঙ্গ করায় এই সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে।

গত সপ্তাহে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার ব্যাড মানস্ট্রিফিলে ভয়াবহ বন্যায় বহু বাড়িঘর বিধ্বস্ত এবং অনেকে নিহত হন। ওই এলাকায় রিপোর্টিংয়ে যান সুসানা ওহেলান।

গত সোমবার আরটিএল এর গুড মর্নিং জার্মানি অনুষ্ঠান ধারণের আগে পোশাকে লেগে যাওয়া কাদায় বিরক্ত হয়ে গন্ধ শুঁকেন তিনি। সুসেলান ওহেলান জানিয়েছেন কোনো চিন্তা ছাড়াই এই কাজ করে তিনি লজ্জিত।

পোশাকে লাগা কাদা হাতে লেগে যাওয়ার পর তা নিয়ে বিরক্ত হতে দেখে এক প্রত্যক্ষদর্শী ভিডিও ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করে এক বিবৃতিতে সুসান ওহেলান বলেছেন, তার এমনটা করা উচিত হয়নি। বিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here