কানাডার টরেন্টোতে লালমোহনের মেয়ে মেদোরির সাফল্য

0
39

নিজস্ব প্রতিবেদক
দ্বীপজেলা ভোলার কৃতি সন্তান, লালমোহন উপজেলার মেধাবী ছাত্রী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আকবর হোসেন স্যারের মেয়ে ইনারা আকবার মেদোরি কানাডার টরেন্টোতে অবস্থিত আর. এইচ. কিং একাডেমীর (R. H. King Academy) ছাত্র পরিষদে (Students Council) এর প্রতিদন্ধিতাপুর্ন নির্বাচনে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিদেশের মাটিতে তার এই বিজয়ে ও নেতৃত্বের গুণাবলী ও সাফল্যের জন্য চরফ্যাশন, লালমোহন, ভোলা তথা সারাদেশের মানুষ তার জন্যে দোয়া কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here