কুকরি-মুকরিতে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়া হবে: জ্যাকব

0
1

নিজস্ব প্রতিবেদক
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুকরি-মুকরিকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।

শনিবার বিকালে ভোলার চরফ্যাসনে কুকরি-মুকরি, চর নিজাম ও ঢালচরে ঘুর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ত্রাণের টিন বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

তিনি বলেন, পর্যটকদের আকৃষ্ট করতে ইতোমধ্যে কুকরি-মুকরিতে যোগাযোগ ও যাতায়াতের জন্য ইকোপার্ক, বন উৎপাদন ও গবেষণা কেন্দ্র, জেলেদের সমুদ্রে দিক নির্ণয়ে আধুনিক লাইটিং হাউজ, প্রাকৃতিক ম্যানগ্রোভ বনাঞ্চলে জীব-বৈচিত্র্য রক্ষায় অভয়ারন্য, হরিণ প্রজনন কেন্দ্র ও সাব-মেরিন ক্যাবলের মাধ্যমে কুকুরি-মুকরি পর্যটন এলাকাকে জাতীয় গ্রীডের সাথে অন্তর্ভূক্ত করার কাজ চলছে।

পর্যটকদের সুযোগ সুবিধা বাড়াতে আন্তর্জাতিক মানের রিসোর্ট সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে। সরকারের এ সকল পরিকল্পনা বাস্তবায়ন হলে সমুদ্রঘেঁষা নয়নাভিরাম ম্যানোগ্রোভ কুকরি-মুকরি রুপান্তরিত হবে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে।

জ্যাকব আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুকরি মুকরি। ১৯৭৩ সালে সাইক্লোনে ক্ষতিগ্রস্থ কুকরি মুকরিতে বঙ্গবন্ধু পরিদর্শনে এসে দ্বীপবাসীকে সুরক্ষায় বেড়ীবাধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি ঘাতকরা। তারই সুযোগ্য কণ্যা জননেত্রী হাসিনার সহায়তায় বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করেছি। বর্তমান সরকারের আমলে বেড়ীবাঁধ নির্মাণের ফলে প্রাকৃতিক জলোচ্ছাস থেকে রক্ষা পেয়েছেন কুকরি-মুকরি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, নির্বাহী অফিসার রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, কুকরি-মুকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস ছালাম হাওলাদার, ঢালচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মেম্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here