কুকরি মুকরির চেয়ারম্যান আবুল হাসেম মহাজনের হ্যাট্রিক

0
56

নিজস্ব প্রতিবেদক
চরফ্যাসন উপজেলার ১২ নং চর কুকরি মুকরি ইউনিয়ন পরিষদে নৌকা মার্কার প্রার্থী অধ্যক্ষ আবুল হাসেম মহাজন ৪১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো এই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়ে হ্যাট্রিক করলেন। তার প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রার্থী কবির হোসেন পেয়েছেন ৭৪৬ ভোট এবং আনারস প্রতীকের প্রার্থী সলিমুল্লাহ পেয়েছেন ১০ ভোট।

রোববার (২৮ নভেম্বর) চর কুকরি মুকরিসহ চরফ্যাশনের ৭ ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে ওসমানগঞ্জ ইউনিয়নে আনারস মার্কার প্রার্থী আবুল কাশেম মোল্লা ৭৩৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এ ছাড়া অপর পাঁচটি ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান’রা হলেন, নৌকা প্রতীকের আব্দুল্লাহপুর ইউনিয়নে প্রিন্স আল ইমরান, আবুবকরপুর ইউনিয়নে মো.সিরাজ, রসুলপুর ইউনিয়নে জহিরুল ইসলাম, নজরুল নগর ইউনিয়নে মো.রুহুল আমিন, চর মানিকা ইউনিয়নে সফিউল্লাহ হাওলাদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here