কুকরি-মুকরিসহ বিভিন্ন জলাশয়ে অতিথি পাখির আগমন

0
27

নিজস্ব প্রতিবেদক
শীত আসলেই দেশের বিভিন্ন স্থানে অতিথি পাখির আগমন ঘটে। বিভিন্ন খালবিলে এমনকি পুকুরেও এসব পাখিদের ঝাঁকে ঝাঁকে দেখা যায়।

চরফ্যাশন উপজেলার পর্যটন কেন্দ্র কুকরি-মুকরি, মনপুরা, বরিশালের সাগর দিঘী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুকুর, রাজশাহীর দূর্গাপুর উপজেলার মোহনগঞ্জ ও কানপাড়া মাঝামাঝি এলাকার বেশ কয়েকটি পুকুর ও বিলে এসব পাখিদের দেখা মিলছে।

এসব অতিথি পাখিরে আগমনে এলাকাগুলোতে বিরাজ করছে ভিন্ন মাত্রা। এসব এলাকয় পর্যকদের আগমন বাড়ছে। ফটোগ্রাফাররাও আসছেন এসব পাখির ছবি তুলতে। তাই পর্যটন স্পটগুলোতে বাড়ছে ভীড়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here