নিজস্ব প্রতিবেদক
শীত আসলেই দেশের বিভিন্ন স্থানে অতিথি পাখির আগমন ঘটে। বিভিন্ন খালবিলে এমনকি পুকুরেও এসব পাখিদের ঝাঁকে ঝাঁকে দেখা যায়।
চরফ্যাশন উপজেলার পর্যটন কেন্দ্র কুকরি-মুকরি, মনপুরা, বরিশালের সাগর দিঘী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুকুর, রাজশাহীর দূর্গাপুর উপজেলার মোহনগঞ্জ ও কানপাড়া মাঝামাঝি এলাকার বেশ কয়েকটি পুকুর ও বিলে এসব পাখিদের দেখা মিলছে।
এসব অতিথি পাখিরে আগমনে এলাকাগুলোতে বিরাজ করছে ভিন্ন মাত্রা। এসব এলাকয় পর্যকদের আগমন বাড়ছে। ফটোগ্রাফাররাও আসছেন এসব পাখির ছবি তুলতে। তাই পর্যটন স্পটগুলোতে বাড়ছে ভীড়।