কোটি ফলোয়ারের মাইলফলকে হানিফ সংকেত

0
7

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছে দেশের শীর্ষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কাব্যময় উপস্থাপক হানিফ সংকেত।

বর্তমানে তার ফেসবুক পেজে ফলোয়ার বা অনুসারীর সংখ্যা ১০ মিলিয়ন অর্থাৎ ১ কোটির ওপরে। এই মাইলফলক অর্জনের পর হানিফ সংকেত তার অনুসারীদের উদ্দেশে বৃহস্পতিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমায় কোটি হৃদয়েরও বেশি মানুষ দেশ বা বিদেশ, যে যেখান থেকে প্রাণ স্পর্শে-আনন্দ হর্ষে-সৎ আদর্শে-চিন্তার উৎকর্ষে-ভালোবেসে আমাদের এই ফেসবুক পেজে সহযাত্রী হয়েছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনাদের ভালোবাসায় আমরা ধন্য। শুভ কামনা সবার জন্য।’

উল্লেখ্য, ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপনা করে দর্শকপ্রিয়তা পেয়েছেন হানিফ সংকেত। তিনি ১৯৮৯ সালে বিটিভিতে ‘ইত্যাদি’ অনুষ্ঠান শুরু করেন। এখনো ধারাবাহিকভাবে প্রতি মাসে একটি পর্ব প্রচার হচ্ছে। পাশাপাশি লেখক ও নাট্যনির্মাতা হিসেবেও হানিফ সংকেত একটি ব্র্যাণ্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here