আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের জন্য গাঁজা বৈধ করে দেয়া হয় ২০১৪ সালে। গত বছর পর্যন্ত ১০ দশমিক ৪ বিলিয়ন ডলারের (প্রায় ৯৫ হাজার কোটি টাকা) অর্থ এসেছে গাজা বিক্রির রাজস্ব থেকে।
মারিজুয়ানা পলিসি প্রোজেক্ট এ মাসের শুরুতে প্রকাশিত এক জরিপে বলছে, গাঁজা বৈধ করার বিষয়টি একটি বিজ্ঞ সিদ্ধান্ত এবং এ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের রাজস্ব মার্কিন অর্থনীতিতে ইতিবাচক হয়েই দেখা দিয়েছে। আর এ অর্থ রাজস্ব হিসেবে এসেছে বিক্রিত গাঁজার এক চতুর্থাংশ থেকে।
বার্তা সংস্থা আরটি জানায়, মার্কিন রাজস্ব আদায়ে সংশ্লিষ্ট এক কর্মকর্তা ক্যারেন ও’কিফি বলছেন গাঁজা মার্কিন অর্থনীতিতে অর্থনৈতিক লাভ নিয়ে এসেছে এবং গাঁজা থেকে অর্জিত রাজস্ব পুনরায় মাদকাসক্তদের চিকিৎসায় ও মাদক বিরোধী অভিযানে খরচ করা হয়েছে।
গ্লোবাল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার বার্কলে পিএলসি বলছে, ২০৩০ সাল নাগাদ গাঁজা থেকে যে রাজস্ব আদায় হবে তা মদ থেকে আদায়কৃত রাজস্বকে ছাড়িয়ে যাবে। মার্কেট ওয়াচ নামে একটি অনলাইন সাইটের হিসাবে গত বছরের জুলাই থেকে নভেম্বর গাঁজা থেকে কর এসেছে ১৯৩ মিলিয়ন ডলার। একই সময়ে মদ, বিয়ার, স্পিরিট থেকে আদায় হয়েছে ১৪১ মিলিয়ন ডলারের রাজস্ব।
যুক্তরাষ্ট্রের ১৮টি রাজ্যে গাঁজা সেবন বৈধ। এসব রাজ্যে ২১ বছর তার চেয়ে বেশি বয়সী গাঁজা সেবন করতে পারে। হিরোইন ও কোকেনের চেয়ে গাঁজা এখন যুক্তরাষ্ট্রের আইনে কম বিপজ্জনক নেশা দ্রব্য।