গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৬

0
3

আন্তর্জাতিক ডেস্ক
গ্রিসে একটি যাত্রীবাহি ও একটি কার্গো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৫ জন। মঙ্গলবার রাতে (২৮ ফেব্রুয়ারি) এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী একটি যাত্রীবাহি ট্রেনের সঙ্গে থেসালোনিকি থেকে লারিসাগামী একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার কাজ চলছে। তবে দুর্ঘটনার কারণ এখনো অস্পষ্ট। থেসালি অঞ্চলের গভর্নর কনস্টান্টিনোস অ্যাগোরাস্তোস এসকেএআই টেলিভিশনকে জানান, সংঘর্ষটি খুবই ভয়াবহ ছিল। যাত্রীবাহি ট্রেনের প্রথম চারটি বগি লাইনচ্যুত হয়েছে এবং প্রথম দুটি বগি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

দুর্ঘটনাস্থল থেকে অন্তত ২৫০ যাত্রীকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। ৩০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ট্রেনটিতে অন্তত ৩৫০ জন যাত্রী ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here