চরফ্যাশনে জাল নোটসহ গ্রেফতার ২

0
17

নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নে অন্যের ঘরে জাল নোট রেখে ফাঁসানোর চেষ্টা করার অভিযোগে দুলাল (৩০) ও হেলাল তালুকদার (৩৫) নামের দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১১ আগস্ট) ইউনিয়নের আলীগাঁও গ্রামে র‍্যাবের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ইউনিয়নের আলীগাঁও গ্রামে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনার সময় সহয়তাকারী দুই যুবককে সন্দেহ হলে তাদেরকে গ্রেফতার করা হয়। বুধবার বিকালে তাদের চরফ্যাশন থানায় সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় র‌্যাব-৮ এর ডেপুটি অ্যাসিটেন্ট ডিরেক্টর মো. এনামুল বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই যুবককে আসামি করে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত দুলাল ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবদুল খালেকের ছেলে ও হেলাল তালুদার চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের আলীগাঁও গ্রামের আবুল বাসার তালুকদারের ছেলে।

র‌্যাব ভোলার ডেপুটি অ্যাসিটেন্ট ডিরেক্টর মো. এনামুল জানান, আসলামপুর ইউনিয়নের আলীগাঁও গ্রামের দ্বীন ইসলামের ছেলে নুর হোসেন তাদের ঘরে জাল ৫০ হাজার টাকা রেখেছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর ভোলার অতিরিক্ত এএসপি মো. রাজিবের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।

অভিযানকালে সহায়তাকারী দুই যুবক দুলাল ও হেলাল ওই ঘরে একটি চালের ড্রামের পাশ থেকে ৫০০ টাকার ২০টি ও এক হাজার টাকার ৪০টি মোট ৫০ হাজার টাকার জাল নোট বের করে দেন। তারা ওই ঘর থেকে জাল নোট বের করে দেয়ায় বিষয়টি র‌্যাবের সন্দেহ হলে তারা ওই দুই যুবককে মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শেষে বুধবার বিকালে চরফ্যাশন থানায় সোপর্দ করেন।

জানা গেছে, ওই গ্রামের দ্বীন ইসলামের ছেলে নুর হোসেনদের সঙ্গে একই বাড়ির নুরে আলমের বিরোধ রয়েছে। এ কারণে তিনি গ্রেফতারকৃত দুই যুবককে দিয়ে নুর হোসেনদের ঘরে জাল টাকা রেখে র‌্যাবকে সংবাদ দেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here