অবুল্লাহ রাফসান, নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনের ঐতিহ্যবাহী পাঁচ কপাট স্লুইসগেট বাজারে ব্যাবসায়িক প্রতিষ্ঠা্ন মেসার্স চেয়ারম্যান ফিসের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ আগষ্ট) সকাল নয় টায় এটি উদ্ধোধন করা হয়।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেসার্স চেয়ারম্যান ফিসের প্রো: জিন্নাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলী আকবর ফরাজী, জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নাজিম উদ্দীন হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহিম দুলাল, বজলুর রহমান তালুকদার প্রমুখ।
হাজারীগন্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: জয়নাল হাজারীর পরিচালনা দোয়া ও মুনাজাত করেন কারি আলমগীর হোসেন।
সার্বিক ব্যবস্থাস্হপনায় ছিলেন মেসার্স চেয়ারম্যান ফিসের পরিচালক মো: হালিম হাজারী।