নিজস্ব প্রতিবেদক
বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি এই স্লোগানে “জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ উদযাপন উপলক্ষে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর আওতায় সহায় সম্বলহীন জেলেদের মাঝে জনপ্রতি এককালীন ১০,০০০/- ( দশ হাজার) টাকার অনুদান চেক বিতরণ কর্মসূচি হয়।
শনিবার (২৮ আগস্ট) নুরাবাদ ইউনিয়নে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চেক বিতরণ কর্মসূচিতে মেরিন ফিশারিজ কর্মকর্তা মো: সাইদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মারুফ হোসেন মিনার,
বিশেষ অতিথি ছিলেন এসডিএফ চরফ্যাশন ক্লাস্টার অফিসার, মো: গোলাম মোস্তফা গাজীসহ অন্যরা।