চরফ্যাশনে ইউনিয়ন সংরক্ষণ কমিটি গঠন বিষয়ক পরামর্শ সভা

0
4

নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনে ইউএসএআইডি ইকোফিশ-২’ প্রকল্পের আওতায় ইউনিয়ন সংরক্ষণ কমিটি গঠন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার কুকরি-মুকরিতে বন বিভাগের রেস্ট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।

কুকরি মুকরি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন এতে সভাপতিত্ব করেন। ওয়ার্ল্ডফিশ আইইউসিএন প্রতিনিধিদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ইকোফিশ-২ এর বিজ্ঞানী ড. হেদায়েত উল্ল্যাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার এবং ইউনিয়নের মৎস্য সম্পদের সঙ্গে জড়িত পেশাজীবীরা।

সভায় সরকার ঘোষিত নিঝুম দ্বীপের সামুদ্রিক সংরক্ষিত এলাকায় মৎস্য সম্পদের সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বিভিন্ন কার্যক্রম ব্যবস্থাপনার জন্য একটি কমিটি গঠন করার প্রস্তাব করা হয়। এছাড়াও কমিটি কিভাবে কার্যক্রম পরিচালনা করবে সে বিষয়েও অংশগ্রহনকারীদের মধ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

পরে ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয় যা, পরবর্তীতে সরকারী গেজেট অনুযায়ী পূর্ণ ইউনিয়ন সংরক্ষণ কমিটি গঠনে সহায়তা করবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here