চরফ্যাশনে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

0
9

নিজস্ব প্রতিবেদক
ভোলার চরফ্যাশনে জেছমিন বেগম (১৯) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে শশীভূষণ থানা পুলিশ এওয়াজপুর ৪নম্বর ওয়ার্ডস্থ গৃহবধুর স্বামী আবুল কালামের বাড়ীর পুকুর পাড়ের কাঠাল গাছ থেকে লাশটি উদ্ধার করে।

শশীভূষণ থানার এসআই কমলেশ দাস জানান, লাশ উদ্ধারে গিয়ে গৃহবধুর স্বামীর বাড়ির আশ পাশের লোকজনের সঙ্গে কথা বলে জানাগেছে জেছমিনের বাবার বাড়ি একই উপজেলার আবদুল্যাহপুর ইউনিয়নে। ১০মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক দেয়া নেয়া নিয়ে বিরোধ চলে আসছে। একারণে গৃহবধু আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচেছ। ঘটনার পর থেকে গৃহবধুর শশুড় বাড়ির লোকজন গা ঢাকা দিয়েছে।

শশীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here