নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড়ে যশের প্রভাবে চরফ্যাশনের চরগুলোতে ১৪ হাজার গবাদী পশু আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে প্রায় শতাধিক গবাদী পশু। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ১১টি গরু, ৮টি মহিষ, ৩০টি ছাগল, ২০টি ভেড়া ও প্রায় ১৫শ হাস মুরগী মারা গেছে। ২ হাজার ৭৪১ গরু, ১ হাজার ৮৭২ মহিষ, ৮ হাজার ৪৭৯ ছাগল, ৫৪৭ ভেড়া, ১০ হাজার ৭৮৩ মুরগি ও ৪ হাজার ৪৭৪ হাঁস আক্রান্ত হয়েছে। ঢালচর, কুকরী, মানিকাসহ ৬ ইউনিয়নে বেশী ক্ষতি হয়েছে।