নিজস্ব প্রতিবেদক
করোনাকালে নারীর ওপর সহিংসতা ও বাল্য বিয়ে বন্ধে করণীয় এবং উপকূলে সরকারের গ্রামীণ উন্নয়ন টেকসই করতে জলবায়ুর অর্থায়নে সচ্ছতা নিশ্চিত করনে নাগরিক সমাজের সংগঠন উপজেলা জলবায়ু ফোরামের ত্রি-মাসিক সভা চরফ্যাশনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১১ টায় চরফ্যাশন কোস্ট ফাউন্ডেশনের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক সামসুন্নাহার স্নিগ্ধা, সহ-সভাপতি মনির আসলামি, সম্মানিত সদস্য পৌর কাউন্সিলর আক্তারুল আলম সামু, প্রভাষ অসীম তালুকদার, নীলকমলের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন, প্রভাষক মো: কামরুজ্জামান, প্রভাষক মো: নজরুল ইসলাম, প্রভাষক শাহনুর বেগম বিউটি, ফারজানা আফরোজ সখি, মাহমুদা খানম মিলি, আমিনুল ইসলাম, সোহেব চৌধুরি, তরিকুল ইসলাম, সাবিনা ইসলাম রুপা।
অনুষ্ঠান সঞ্চালন করেন ভোলা জেলা কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশিদা বেগম।
অনুষ্ঠানে মুল প্রবন্ধ ও বিগত কার্যক্রমের বিবরণ তুলে ধরেন প্রোগ্রাম অফিসার রাজিব ঘোষ এবং সার্বিক সহায়তায় একাউন্টস এণ্ড এডমিন অফিসার মো: ইব্রাহিম।