চরফ্যাশনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ধোধন

0
22

নিজস্ব প্রতিবেদক
বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই শ্লোগানে চরফ্যাশনে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদ্ধোধন করা হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে দেশীয় জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের উদ্যোগে রোববার (২৯ আগস্ট) বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা পরিষদের পুকুরে দেশীয় প্রজাতির পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা আল নোমান।

এসময় পৌরসভা মেয়র মো. মোরশেদ, জিন্নাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারসহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, ‘জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, এই কর্মসূচীর অংশ হিসেবে ১৪ সরকারি পুকুরে রুই, কাতলা, মৃগেল প্রজাতির ২৬২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে। এছাড়া মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে প্রচারণা এবং মৎস্য চাষীদের সাথে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here