নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনের সমুদ্র মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে ১০টি ফ্লাইং ফিশ বা পাখি মাছ। প্রতিটি মাছের ওজন ২০ থেকে ২৫ কেজি।
সোমবার (৩০ আগস্ট) দুপুরে মাছগুলো প্রায় ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন ভোলার খাল মৎস্য ঘাটের আড়ৎদার মো: জাকির হোসেন।
জাকির হোসেন গণমাধ্যমকে জানান, চরফ্যাশন উপজেলার সাগর মোহনায় গতকাল (২৯ আগস্ট) রাতে জেলেদের জালে ওই ১০টি মাছ ধরা পড়ে। পরে সোমবার সকালে জেলেরা চরফ্যাশনের সামরাজ ঘাটে নিয়ে আসলে ভালো দাম না পাওয়ায় মাছগুলো দুপুরের দিকে ভোলার খাল মৎস্য ঘাটে এনে ডাকের মাধ্যমে একেকটি ৩ হাজার, ২ হাজার ৫শ’, ১ হাজার ৮শ’ টাকা দরে প্রায় ২৫ হাজার টাকায় বিভিন্ন বেপারিদের কাছে বিক্রি করা হয়।
চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মারুফ হোসেন জানান, আমার জানামতে ভোলা জেলায় এবার প্রথমবারের মত এ মাছ জেলেদের জালে ধরে পড়েছে। এ মাছগুলোকে ফ্লাইং ফিশ বা স্পিড ফিশ বা গ্রামের মানুষ এটিকে পাখি মাছ বলে।
পাখি মাছগুলো মূলত গভীর সমুদ্রের দ্রুত গতির মাছ। এছাড়াও এ মাছ মানবদেহের জন্য উপকারী বলে জানা গেছে।