নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশন উপজেলার প্রত্যন্ত এলাকা নজরুলনগর ইউনিয়নের ভক্তিরহাট গ্রামে মা হারা এতিম দুই নাতী নাতনীকে নিয়ে বসবাস করেন বিবি মরিয়ম। দিনমজুর স্বামী আলমগীর হোসেন বাড়িতে না থাকার সুযোগে গত সোমবার (১২জুলাই) শেষ বিকেলে স্থানীয় কতিপয় ব্যাক্তি তাকে উৎখাত করে জোরপূর্বক তার জমি দখলের পায়তারা করেছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, ওই ব্যাক্তিরা মরিয়মের ঘরটি ভেঙ্গে চুরমার করে। ঘরের চালচুলা ভেঙ্গে সংলগ্ন খালে নিয়ে ফেলে দেয়। এসময় তারা আসবাবপত্রও ভাংচুর করে, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
এব্যাপারে দক্ষিণ আইচা থানার ওসি হারুনর রশিদ গণমাধ্যমকে বলেছেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।