নিজস্ব প্রতিবেদক
ভোলার চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মনির (২৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুই জন।
সোমবার (২১ জুন) বেলা ১১টায় উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ফকিরা কো-এইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইয়াসিন ও ইউনুস সিকদার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত মনির ওই এলাকার বশির উল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হন। তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন বসাক জানান, নিহত মনিরের বুকে ও মুখে শতাধিক স্পট ছিল। দেখে মনে হয়েছে ছররা গুলির আঘাত। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। তিনি আরও, জানান মনিরের লাশ পুলিশে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য ভোলায় পাঠিয়েছে।
ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার বলেন, দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড গুলি চালিয়েছে। তবে পুলিশের গুলিতে কেউ নিহত হয়নি।
উল্লেখ্য, ভোলা জেলার ১২টি ইউনিয়ন পরিষদে আজ ভোট গ্রহণ চলছে। এর মধ্যে চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ, চর কলমি, হাজারিগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর ইউনিয়নে আজ ভোট গ্রহণকালে হাজারীগঞ্জে এই সর্হিসতা ঘটলো।