নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনে পুকুরে ডুবে শাকিব (৭) ও রিয়াদ (৫) নামের একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকালে তাদের মুত্যু হয়।
শিশু শাকিব শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবদুল আজিজ মাঝির ছেলে ও রিয়াদ মোঃ সালাউদ্দিনের ছেলে। দুই শিশু সম্পর্কে চাচা ও ভাতিজা।
জানা যায়, দু’দিন আগে শিশু রিয়াদ তার বাবা মায়ের সাথে চট্রগ্রাম থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। রোববার বিকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশু শাকিব ও রিয়াদ বসত বাড়ির পাশে নতুন খনন করা পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় শাকিব ও রিয়াদ পুকুরে পাড়ে যায়। দুই শিশুকে ঘরে না দেখেতে পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করেন এবং বাড়ির পাশে নতুন খনন করা পুকুরে দুই শিশুকে অর্ধনিম্মজিত অবস্থায় উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।