নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালির লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে চরফ্যাসনে আলোচনা সভা ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে৷
রোববার (৮ আগস্ট) বেলা ১১ টার সময় চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করন অনুষ্ঠিত হয়৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন৷ বিশেষ অতিথি ছিলেন কুকরি মুকরি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, বাংলাদেশ আওয়ামী লীগ চরফ্যাশন পৌর শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, জিন্নাগড় ইউনিয়নের চেয়ারম্যান মো: হোসেন মিয়া৷ এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক ও সেলাই প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসেবে দীর্ঘকাল তার পাশে থেকে মানবকল্যাণ ও রাজনীতির যে শিক্ষা তিনি লাভ করেছেন, তাতে তিনি একজন বিদুষী ও প্রজ্ঞাবান নারীতে রূপান্তরিত হয়েছিলেন। বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উৎস হয়েছিলেন বেগম মুজিব। আলোচনা শেষে ৭ সেলাই প্রশিক্ষনার্থীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে৷