চরফ্যাশনে হত্যা মামলায় পিতাপুত্রসহ চার জনের যাবজ্জীবন

0
277

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন

হত্যা মামলার চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চরফ্যাশন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত।

দণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, শশিভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা জামাল উদ্দিন চৌকিদার, তার ছেলে মোস্তফা ও ইকবাল এবং ১নং ওয়ার্ডের বাসিন্দা নজীর গাজীর ছেলে জয়নাল গাজী।

বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ হত্যা মামলার রায়ে চারজনকে যাবজ্জীবন সশ্রম কারদণ্ড ও প্রত্যেককে একলক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

সূত্র জানা গেছে, দণ্ড প্রাপ্ত আসামিরা ৩২ শতাংশ জমির বিরোধকে কেন্দ্র করে ২০১৩ সালের মে মাসের ২০ তারিখ সোমবার বিকাল ৫টায় পরিকল্পীতভাবে একই এলাকার বাসিন্দা মাওলানা আবদুল্লাহ আল নোমানের ১০ বছরের নাবালক ছেলে কেফায়েত উল্লাহ রায়হানকে চৌকিদার বাড়ি সংলগ্ন ধান খলা মাঠের পাশে গলা টিপে হত্যা করে।

আসামরিা এ হত্যাকাণ্ডে অন্যদিকে প্রবাহিত করার উদ্দেশ্যে লুঙ্গি দিয়ে প্যাচিয়ে বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে শিশু রায়হানের লাশ। এ ঘটনায় রায়হানের পিতা মাওলানা নোমান ২০১৩ সালের ১৫ জুন চরফ্যাশন জুডিশিয়াল কোর্টে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার বিচার শেষে আদালত এই রায় দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here