নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম,এ ) মাদরাসার প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সোমবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম,এ) মাদরাসার অধ্যক্ষ মাও: মুহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবি আবদুল্লাহ খাঁন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজারীগন্জ হামিদিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মুঈনুদ্দীন, চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম,এ) মাদরাসার উপাধ্যক্ষ মাও: মো: নুরুজ্জামান, কুচিয়ামোড়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক ও সাংবাদিক কামরুজ্জামান এবং মিয়াজানপুর ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাও: মনিরুল ইসলাম শরীফ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম,এ) মাদরাসার প্রভাষক (ইংরেজি) ইয়াহ ইয়া ইসলাম মনির।
অধ্যক্ষ মাও: মুহাম্মদ নূরুল আমিন চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম,এ) মাদরাসার অধ্যক্ষ পদে নিয়োগ হওয়ায় ইফতার ও দোয়া মাহফিলে প্রাক্তন ছাত্র ফোরামের সদস্যরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।