চরফ্যাশন প্রেসক্লাবে জরুরি সাধারণ সভা, তিন সদস্য বহিস্কার

0
199

নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশন প্রেসক্লাবের এক জরুরি সাধারণ সভা বুধবার (১৫ সেপ্টেন্বর) সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজন এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন।

সভায় সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম এর মৃত্যুবার্ষিকী পালন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে স্থানীয় গণমাধ্যমকর্মিদের মতবিনিময়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির চরফ্যাশন সফর উপলক্ষে সাংবাদিকদের প্রস্তুতি গ্রহণ এবং ক্লাবের কয়েক জন সদস্যের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

মৃত্যুবার্ষিকী পালন
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় যে, স্থানীয় আলোকিত মানুষ সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ এমএম নজরুল ইসলাম এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৭ সেপ্টেম্বর সকাল ৯টা ১৫ মি ক্লাবের পক্ষ থেকে চরফ্যাশন কলেজ স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করা হবে।

মতবিনিময় সভা
সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয় যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ চরফ্যাশন সফরকালে তার সাথে শনিবার (১৮ সেপ্টেম্বর) ১টা ৩০ মি স্থানীয় সাংবাদিকদের আনুষ্ঠানিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পুস্পস্তবক অর্পণ ও মতবিনিময় সভা বাস্তবায়ন করার লক্ষ্যে ৭ সদস্যের একটি উপ-কমিটি গঠন হয়। উপ-কমিটির আহবায়ক এম আবু সিদ্দিককে নির্বাচন করা হয়। উপ-কমিটির সদস্যরা হলেন, সাংবাদিক আমির হোসেন, কামরুজ্জামান, আবুল খায়ের নাজু, জামাল মোল্লা, নোমান সিকদার ও মিজান নয়ন।

তিন সদস্য বহিষ্কার
এদিকে চরফ্যাশন প্রেসক্লাবের বুধবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সাধারণ সভায় ক্লাবের সদস্য ইয়াছিন মোহাম্মদকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সাধারণ সভায় ক্লাবের সদস্যগণ ইয়াছিন মোহাম্মদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ, ক্লাবের সদস্যদের সাথে অসদাচরণ, হুমকি ও নানাবিধ অনিয়মের লিখিত অভিযোগ উত্থাপন করেন। এ বিষয়ে আলোচনা শেষে সভায় কণ্ঠ ভোটে এবং একযোগে হাত তুলে সর্ব সম্মতিক্রমে প্রেসক্লাবের সদস্য পদ থেকে ইয়াছিন মোহাম্মদকে সাময়িকভাবে বহিস্কার করার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়।

একই ধরণের অভিযোগে ক্লাবের সদস্যগণ সাংবাদিক এ আর এম মামুনকে স্হায়ীভাবে বহিস্কার করার পক্ষে ভোট দিলে সভা তাকেও স্থায়ীভাবে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।

এছাড়া রাষ্ট্র বিরোধী ও জঙ্গীবাদী কর্মকাণ্ডের সাথে ক্লাবের সদস্য শাহ গোলাম মাওলার পরিবারের সদস্যদের সম্পৃক্ততা পাওয়ায় শাহ গোলাম মাওলাকেও স্হায়ীভাবে ক্লাবের সদস্য পদ থেকে বহিস্কার করা হয়। বহিস্কারের এই সিদ্বান্ত ১৫ সেপ্টেম্বর ২০২১ থেকে কার্যকর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here